pbookonline@gmail.com

পরিচিতি

সময়টা ২০২০ সালের ফেব্রুয়ারি মাস! দ্বিতীয়বারের মতো আমরা কিছু আর্টিকেল সংকলন করে একটা পিডিএফ তৈরি করি। আয়োজন আহামরি না হলেও, খুব একটা ছোট ছিল না। ‘পিডিএফ বুক’ আকারে তা প্রকাশ করা হয়। পাঠকমহলে সেটি ভালো পরিচিতিও পেয়েছিলো।

সজাগ চোখ, এ-সময়ের আরও কিছু ওল্ড প্রিন্ট বইয়ের অফিসিয়াল পিডিএফ ও একদম নতুন কিছু পিডিএফ সামনে আসে। সেগুলো ভিন্ন ভিন্ন প্লাটফর্ম (ফেসবুক পেইজ ও বিভিন্ন সাইট) থেকে প্রকাশ ও প্রচার করা হয়। কিন্তু তা একত্রে কোথাও না থাকায় প্রয়োজনে খুঁজে পাওয়া মুশকিল ছিলো। এদিকে অবৈধ পিডিএফের বিরুদ্ধে সোচ্চার প্রকাশনী মহল।

তখন মনে হলো—পিডিএফ, ওয়েবসাইট, ডিজাইন সবগুলো কাজই তো পারি আলহামদুলিল্লাহ, তা হলে নিজেরা একটা অফিসিয়াল পিডিএফের সংগ্রহশালা তৈরি করে ফেলি না কেন! এতে পাঠক কিছু পিডিএফ একত্রে পেয়ে গেল আবার অবৈধ/অননুমোদিত পিডিএফের বিরুদ্ধে সোচ্চার আন্দোলনে যোগদানও হয়ে গেল। এই চিন্তা বন্ধুদের মাঝে ছড়িয়ে দিলে মাহদিসহ আরও অনেকে সায় দেয়। মোটামুটি প্রস্তুতি নিয়ে ১০ এপ্রিল ২০২০ তারিখে খুলে ফেলি একটি ফেসবুক পেইজ ও ওয়েবসাইট।

নাম রাখা নিয়েও ছিল ছোট্ট একটু গল্প। মাথায় এলো, Portable-এর শুরুতে রয়েছে P অক্ষরটি। এদিকে PDF-এর শুরুতেও রয়েছে একই অক্ষর — P। এরপর বই-এর ইংরেজি Book শব্দটি জুড়ে দিলাম। PBook—পিবুক। শুনতেও শ্রুতিমধুর। ব্যস। ঠিক হয়ে গেল নাম। তখন এ নামে কোনও প্রতিষ্ঠানও ছিল না। তবু ডটকম ডোমেইন ফাঁকা ছিল না। তাই বাংলাদেশের সংক্ষিপ্ত রূপ BD যুক্ত করে ডোমেইন কিনে নিলাম। তখন থেকেই www.pbookbd.com -এর যাত্রা শুরু। 

এই ছিল পিবুকের যাত্রাগল্প কিংবা পরিচয়পর্ব। শুরু থেকে আমরা ‘অফিসিয়াল পিডিএফ’ প্রকাশ ও সংগ্রহের কাজ করে যাচ্ছি। 

শুরুটা আমরা করেছি, গন্তব্যে আপনারা নিয়ে যাবেন।

Shopping cart
We use cookies to improve your experience on our website. By browsing this website, you agree to our use of cookies.