pbookonline@gmail.com

আলী হাসান উসামা

জন্ম ইসায়ি ১৯৯৫ সালের ২২ আগস্ট ৩৬০ আউলিয়ার স্মৃতিধন্য, দুটি পাতা ও একটি কুঁড়ির দেশ সিলেটে। লেখাপড়া করেছেন রাজধানীর নামকরা দুটো প্রতিষ্ঠানে। অনন্যসাধারণ মেধাবী এ তরুন আলিম ছাত্রজীবনে তার মেধার স্বাক্ষর রেখেছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় হিফজ বিভাগে ১ম, ফজিলতে ১২তম এবং তামিল ফিল হাদিসে ৬ষ্ঠ স্থান অধিকার করে। এরপর দু-বছর সময় ব্যয় করেছেন ফাতওয়া বিভাগে। শিক্ষা সমাপনের পর ২০১৭ সালে প্রবেশ করেন কর্মজীবনে বর্তমানে তিনি এক স্বনামধন্য মাদরাসায় সিনিয়ার মুহাদ্দিস পদে কর্মরত রয়েছেন। পাশাপাশি ফাতওয়া বিভাগের সহযোগী মুফতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিশুদ্ধ তাওহিদ ও মিল্লাতে ইবরাহিমের দিকে আহবানকারী বক্তাদের মধ্যে তার নাম অন্যতম। আলী হাসান উসামা সময়ের প্রতিশ্রুতিশীল তরুণদের অন্যতম। ঈর্ষণীয় ইলামি যোগ্যতার পাশাপাশি তার মধ্যে একত্র হয়েছে সহজ সরল অসাধারণ রচনা ও অনুবাদ দক্ষতা। তার স্বরচিত ফিতনার বজ্রধ্বনি এবং সুরা ফাতিহার আলোকে ইসরামি আকিদা ও মাহাজ বই দুটো ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। অনূদিত বইয়ের মধ্যে রয়েছে তাওহিদের মর্মকথা, মিল্লাতে ইবরাহিমের জাগরণ, দাসত্বের মহিমা, রাজদরবারে আলিমদের গমন: একটি সর্তক বার্তাসহ আরও গোটা দশেক বই। সম্পাদনার অঙ্গনেও তার রয়েছে যথেষ্ট সুনাম। স্বল্পসময়ে বেকয়েকটি বেস্টসেলার বইয়ের জন্য গুণীজনের প্রশংসা কুড়িয়েছেন।
Shopping cart
We use cookies to improve your experience on our website. By browsing this website, you agree to our use of cookies.